আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মহানগরের বিভিন্ন এলাকায় অবৈধ নির্বাচনী ক্যাম্প উচ্ছেদে মাঠে নেমেছে রিটার্নিং কর্মকর্তারা। এসব এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত সংখ্যক নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন প্রার্থীরা- এমন অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের এই উদ্যোগ। মঙ্গলবার (৪ জানুয়ারী) বিকালে নাসিক ৫ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের অতিরিক্ত সংখ্যক বেশকিছু নির্বাচনী ক্যাম্প উচ্ছেদে এ অভিযান চালায় রিটার্নিং কর্মকর্তা।
নাসিকের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, আচরণবিধি লঙ্ঘন করে ৫নং ওয়ার্ডে কেপিআই এলাকায় একটি নির্বাচনীয় ক্যাম্প স্থাপন করায় সেটিকে ১ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে। এছাড়াও ৬নং ওয়ার্ডে একাধিক নির্বাচনীয় ক্যাম্প স্থাপন করায় উচ্ছেদ করা হয়েছে। কোনভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না।
এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মতিউর রহমান ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল