নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আরিফুল হক হাসানের লাটিম প্রতীকে ভোট চেয়ে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে নাসিক সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল দক্ষিণপাড়া (বৌ বাজার) এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় কাউন্সিলর প্রার্থী বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য আরিফুল হক হাসান ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘টাকার জন্য পবিত্র আমানত ভোট বিক্রি করবেন না।’ এসময় তিনি এলাকার পানি সমস্যা ও ময়লা-আবর্জনাসহ অন্যান্য সমস্যার সমাধান করার আশ্বাস দেন।
নাসিক নির্বাচন সামনে রেখে সমাজ সেবক হাজী আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, বোরহান আলী, ফজলুল হক ভূইয়া, আক্কাস আলী, আনোয়ার হোসেন আনু, মো. কাসেম, আবদুল হাই জুয়েল, মিজানুর রহমান টিটু ও মো. মহসিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক