বরিশালে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মাওলানা ভাসানী পাঠাগার। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডে মওলানা ভাসানী পাঠাগার কার্যালয়ে এক অনুষ্ঠানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
নগরীর বিভিন্ন ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি দেওয়ান আবদুর রশীদ নীলু। আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম শাফিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী পাঠাগারের প্রধান উপদেষ্টা জীবন কৃষ্ণ দে, সুভাষ চন্দ্র বিপ্র বেদান্তি, আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন সুলতানা ও রুবিনা ইয়াসমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই