বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি। এ উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়েছে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি।
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সমবায় ভবনে সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এক ফুলেল শুভেচ্ছায় এ অভিনন্দন জানান। এসময় মহিউদ্দিন সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির উপস্থিত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে তিনি সংবাদপত্র শিল্পকে এগিয়ে নিতে এবং সমবায় আন্দোলনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/শফিক