রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা টোলপ্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাজী জাহিদ (১৯) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার ভোর সোয়া পাঁচটায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
শাকিলের বন্ধু জাহাঙ্গীর আলম জানান, শাকিল ও জাহিদ মোটরসাইকেলে করে মাওয়া ঘুরতে গিয়েছিল। ফেরার পথে পোস্তগোলা টোলপ্লাজার সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর ছিটকে পড়েন দু’জন। পরে আহতাবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জাহিদের অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ভোরে ট্রাকের ধাক্কায় দুই যুবক গুরুতর আহত হন। পরে তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত কাজী জাহিদ হাসপাতালে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/কালাম