গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকা থেকে র্যাব-১ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সফিপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-বগুড়া জেলার বাচ্ছু সরদারের ছেলে ইমরান হোসেন (২৬) ও দিনাজপুর জেলার মৃত মীর বকস মণ্ডলের ছেলে ফরিদুল ইসলাম (৪২)।
র্যাব-১ সূত্রে জানা গেছে, র্যাব-১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জানতে পারে সফিপুর বাজার এলাকায় দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছে। পরে র্যাব-১ সদস্যরা হাজী আমজাদ হোসেন মৃধা সুপার মার্কেটের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করে।
এসময় ২২ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। আটকদের কাছ থেকে নগদ ৮০০ টাকা ও দুইটি মোবাইল সেট উদ্ধার করেন। পরে র্যাব-১ সদস্যরা শুক্রবার বিকেলে জব্দ মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের কালিয়াকৈর থানায় সোপর্দ করেছেন। র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই