ডাকঘরের উদ্যোগে খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আজ শুক্রবার কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কবিতা সন্ধ্যায় কবিতা আবৃত্তির পাশাপাশি গান ও নৃত্যের পরিবেশনাও করা হয়।
আয়োজক কমিটির আহ্বায়ক চৌধুরী মিনহাজ-উজ জামান সজলের সভাপতিত্বে আবৃত্তি সন্ধ্যায় কবিতা আবৃত্তি করেন সৈয়দ আব্দুল মতিন, কামরুল ইসলাম বাবলু, কেএম হাসান, এনামুল হক বাচ্চু, কামরুল কাজল, কাজী গোলাম সরোয়ার, সালমানুল মেহেদি মুকুট, সাবিত্রী গাইন, মবিন টিপু, সুলতান মাহমুদ শ্রাবন, মল্লিকা দাস প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খুলনা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজিত কুমার সাহা। আবৃত্তি সন্ধ্যায় প্রায় ১৫টি আবৃত্তি সংগঠনের সদস্যরা কবিতা পরিবেশন করেন।
দীর্ঘদিন পর খুলনায় এ ধরনের আয়োজন হওয়ায় মুগ্ধ হয়েছেন কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা। কবি ও ছোটগল্পকার আইনুল্লাহ পারভেজ বলেন, কিছু গুণী মানুষের সঙ্গে পাড়ি দিলাম একটি আলোকিত সময়। তাদের কণ্ঠে উচ্চারিত হলো সময়ের মুগ্ধ কবিতা। প্রেম, ভালোবাসা, দুঃখ-কষ্ট মিলেমিশে একাকার কবিতায় কবিতায়।
বিডি প্রতিদিন/আবু জাফর