শিক্ষাবিট সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৬ জানুয়ারি, রবিবারের মধ্যে অনুষ্ঠিত হবে।
রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সাধারণ সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইরাব এর প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে সভায় সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিতে কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে পাঁচ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী রবিবারের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন- বাহান্ন নিউজের সম্পাদক বিভাষ বাড়ৈ। সদস্য রয়েছেন- মুসতাক আহমদ (যুগান্তর), রাকিব উদ্দিন (সংবাদ), নূরুজ্জামান মামুন (আজকালের খবর) ও আবদুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন)।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন