ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের ফুটপাত থেকে অজ্ঞাত এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস। তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাই, হাসপাতালের বাগান গেটের বাইরের ফুটপাতে এক নারীর মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়।’
এসআই আরো জানান, ‘তার কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তবে ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় মারা গেছেন ওই নারী। সিআইডি ক্রাইমসিন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই নারীর পরিচয় শনাক্তে কাজ করছে।’
বিডি-প্রতিদিন/শফিক