ভাতিজিকে অপহরণের অভিযোগে চাচাকে গ্রেফতার করেছেন র্যাব-১১ সদস্যরা। মঙ্গলবার বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ভোররাতে ঢাকার বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা অপহৃত তরুণীকে।
গ্রেফতারকৃত সাখাওয়াত হোসেন সৌরভ (৩৫) ফতুল্লার ক্যানেপাড় উল্টরপাড়া এরাকার মো. খোরশেদ আলম ওরফে শেখ শফিউল্লাহর ছেলে। র্যাব-১১ জানায়, সাখাওয়াত হোসেন সৌরভ (৩৫) এবং অপহৃত (১৯) পরস্পর আপন চাচা-ভাতিজি। সৌরভ বিভিন্ন সময় তার ভাতিজিকে উত্যক্ত করতেন এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সৌরভ তাকে অপহরণ করার হুমকি প্রদান করতেন।
গত ১৪ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি নাইতারপাড়াস্থ তার খালতো বোনের বাসায় বেড়াতে যান ওই তরুণী। ১৯ অক্টোবর বিকেলে উল্লেখিত বাড়ি হতে সৌরভ ও তার সহযোগীরা অপহরণ করেন। এ ঘটনায় অপহৃতের বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলা দায়ের করেন বলে জানায় র্যাব।
র্যাব-১১, সিপিএসসি এর গোয়েন্দা টিম পরে এর ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উল্লেখিত আসামিকে গ্রেফতার ও অপহৃত তরুণীকে উদ্ধার করতে সক্ষম হয়। অন্য আসামিদের গ্রেফতারে কার্যক্রম চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক