রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কাভার্ডভ্যান চাপায় দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বরের প্রধান সড়কে বেপরোয়া গতিতে চলা একটি কাভার্ডভ্যান দুটি রিকশাকে চাপা দেয়। রিকশা দুটি কাভার্ডভ্যানের চাপায় চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘটনাস্থলেই দুই জন মারা গেছেন। এছাড়া দুই জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি হতাহতরা রিকশা দুটির চালক ও যাত্রী। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন। তবে ভ্যানটি আমরা জব্দ করতে পেরেছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ