নারায়ণগঞ্জের বন্দরে ৩ কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম আলমগীর আলম। বৃহস্পতিবার বিকেলে রূপালী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রূপালী আবাসিক এলাকার ৪ নম্বর গলির মাহবুবা চায়নার বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে। ভাড়াটিয়া ৩ কিশোরীর পরিবারের পৃথক তিনটি ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বন্দর রূপালী আবাসিক এলাকার মৃত হাফিজ মোল্লার ছেলে আলমগীর আলম একই এলাকার ভাড়াটিয়া ১১-১২ বছর বয়সের এক কিশোরীকে কৌশলে গত ৮ ডিসেম্বর দুপুরে নিজ ঘরে ধর্ষণ করে। এরপর ১২ ও ১৩ ডিসেম্বর আরো দুই কিশোরীকে ধর্ষণ করে।
এ ঘটনাটি ৩ কিশোরী তার পরিবারকে অবগত করেন। বৃহস্পতিবার সকালে ৩ পরিবারের পক্ষে থানায় পৃথক পৃথকভাবে তিনটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ পেয়ে দুপুরেই নিজ বাড়ি থেকে অভিযুক্ত আলমগীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, একজন ব্যক্তি তিন কিশোরীকে ধর্ষণের ঘটনায় তিনটি মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত আলমগীর আলমকে গ্রেফতার করা হয়েছে। তিন কিশোরী ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে জবানবন্দি প্রদান করেছে।
বিডি প্রতিদিন/এমআই