মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে এই শ্রদ্ধা জানানো হয়।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। ঢাকা মহানগির দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ছাড়াও এর অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ