ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘৯০ এর দশকে আমরা যখন ছাত্র ছিলাম, আমি দেখেছি, বিজয় দিবসে প্রত্যেক বাসায় জাতীয় পতাকা উড়তে। প্রত্যেক গাড়িতে, রিকশায়, সিএনজিতে ও বেবি ট্যাক্সিসহ সব জায়গায় পতাকায় সয়লাব হয়ে যেত।’
‘ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে আরম্ভ হয়ে যেত, বাসা, মহল্লায়, পাড়ায় শুধু পতাকা আর পতাকা। আজকে আসার সময় কয়েকটি প্রাতিষ্ঠানিক ভবন ছাড়া তেমন কোনো পতাকা আমরা দেখলাম না। এটা কিন্তু আমাদের উপলব্ধি, আমাদের চেতনার অবক্ষয় হচ্ছে।’
আজ শুক্রবার ডিএসসিসির নগর ভবন প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তাপস বলেন, ‘যতটুকু সময় আপনারা পাবেন, আপনারা সন্তানদের মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষা দিন। তাদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলুন ও মুক্তিযুদ্ধের মূল্যবোধের শিক্ষা দিন। এটুকু শিক্ষা যদি সে পায়, তাহলেই আমাদের বিজয় সার্থক হবে। শুধু উন্নয়নই নয়, বিজয়ের স্বার্থকতার জন্য চেতনা ও মূল্যবোধের উন্নতিও ঘটাতে হবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ