রাজধানীর মিরপুরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে রাইসা নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসচালককে আটক করেছে পুলিশ। এছাড়াও সেই বাসটিকে জব্দ করা হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনিক্যাল মোড় থেকে মিরপুর-১ এ আসার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাইসাদের বাসা শাহ আলীবাগে।
এ ব্যাপারে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, মায়ের চোখের সামনেই দুই বছরের শিশুটির মাথা চাকার নিচে পিষ্ট হয়ে যায়। এ অবস্থায় তার বডি ছাড়া অন্য কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। বডিটা ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মায়ের সঙ্গে টেকনিক্যাল মোড় থেকে রিকশায় মিরপুর-১ এর দিকে যাচ্ছিল শিশু রাইসা। এ সময় একটি অটো রিকশার সঙ্গে ধাক্কা লেগে প্যাডেল রিকশায় থাকা মা ও শিশু রাইসা পড়ে যায়। রাইসা পড়ে গিয়ে বাসের চাকার নিচে চলে যায়। এ ঘটনায় বাসচালক আলামিনকে (৩৬) কে আটক করা হয়েছে। এছাড়া বাসটিকেও জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ