বারিধারা কসমোপলিটান ক্লাবের ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ ডিসেম্বর) ক্লাব প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে টেকনো গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল হক ২০২২ -২০২৩ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডাইরেক্টরস) প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের জন্য পুনরায় নির্বাচিত হয়েছেন।
পরিচালনা পর্ষদের নির্বাচিত ১০ সদস্য হলেন আরিফ খান, মোস্তারী পারভীন, আবিদা রহমান, কানিজ ফাতেমা, মোহাম্মদ ইউসুফ, ফেরদৌস আমিন, মাহবুব মোর্সালীন, মুয়িজ খান (রনি), আব্দুল মতিন এবং আমিনুর রেজা খান।
বিডি প্রতিদিন/হিমেল