গার্মেন্টস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্রনি গ্রুপ সম্প্রতি প্রায় ১৫,০০০ এর ও বেশি কর্মীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র ফিনটেক লিমিটেডের চুক্তিবদ্ধ আবদ্ধ হয়েছে।
ক্রনি গ্রুপের পক্ষে কোম্পানির চেয়ারপারসন ও বিজিএমইএ পরিচালক নীলা হোসনা আরা এবং মিত্র ফিনটেক লিমিটেডের পক্ষ থেকে সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা কিশোয়ার হাশমী চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ক্রনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এএইচ আসলাম সানি, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, সান্তনু বড়ুয়া, এবং মিত্র'র পক্ষ থেকে কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
নীলা হোসনা আরা বলেন, "ক্রনি গ্রুপের দীর্ঘ ২৮ বছরের যাত্রায় বিভিন্ন বাধা অতিক্রম করতে আমার কর্মীদের অবদান অনস্বীকার্য। শ্রমিক-বান্ধব কারখানা হিসেবে ক্রনি গ্রুপের সুনাম সবসময়ই অক্ষুন্ন রয়েছে। তাই প্রথম থেকেই আমি শ্রমিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ও দায়িত্বশীল।”
মিত্র বাংলাদেশ ভিত্তিক একটি আর্থিক নিরাপত্তা প্ল্যাটফর্ম যেটি তার পে-রোল সফটওয়্যারের মাধ্যমে দক্ষতার সাথে বেতন পরিচালনায় ব্যবসায়ীদের সহায়তা করে এবং আর্নড ওয়েজ অ্যাক্সেস সুবিধার মাধ্যমে কর্মীদের সুস্থতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে কর্মরত জনগণের মধ্যে আর্থিক নিরাপত্তা প্রচার করে।
ক্রনি গ্রুপের কর্মচারীরা এখন তাদের আর্থিক স্থিতিশীলতা এবং স্থিতিস্থাপকতা নিশ্চিত করে মিত্র এর মাধ্যমে তাদের অর্জিত মজুরি তাৎক্ষণিকভাবে উত্তোলন করতে পারবে। কর্মচারীরা বেতনের দিন পর্যন্ত অপেক্ষা না করেই মিত্র অ্যাপের মাধ্যমে তাদের উপার্জিত বেতনের একটি অংশের জন্য অনুরোধ করতে এবং গ্রহণ করতে পারেন, যা কর্মী স্থানান্তরের হার হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মী ধারণ, অনুপস্থিতি হ্রাস করতে সাহায্য করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন