রাজধানীর বাংলামোটরে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট কাজ করছে।
সোমবার রাত ৯টার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, আমরা আজ রাত ৯টা ২০ মিনিটে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়েছি। খবর পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে আগুন নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ জানতে পারেনি। আগুনে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তাও জানা যায়নি। আগুনে হতাহতের খবরও পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/আরাফাত