রাজধানীর হাতিরঝিলে এফডিসির সামনের রাস্তা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স প্রায় ত্রিশ বছর। নিহতের পরিচয় শনাক্তে সিআইডির একটি দল কাজ করছে।
পুলিশ বলছে, মঙ্গলবার সকাল ১০টায় অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পুলিশ। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক রহমত উল্লাহ রনি বলেন, ‘সকালে খবর পেয়ে এফডিসি গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবকের পরনে কালো জ্যাকেট এবং খয়েরি রঙের ফুল প্যান্ট ছিল। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন