ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় 'স্মার্ট বাংলাদেশ' গড়তে কাজ করবে ছাত্রলীগ। গণশত্রুদের মুখোশ উম্মোচন এবং মূলোৎপাটন করা হবে। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার জয় নিশ্চিতে কাজ করবে ছাত্রলীগ।
বুধববার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।
সাদ্দাম হোসেন জানান, স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পাশাপাশি একাডেমিক ব্যবস্থা যেন সুদৃঢ় থাকে, সেদিকেও নজর রাখা হবে। ক্যাম্পাসে অরাজকতা তৈরির চেষ্টা হলে, ছাত্র শক্তিতে বলীয়ান হয়ে তা প্রতিরোধ করবে ছাত্রলীগ।
বিডি প্রতিদিন/আরাফাত