বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন রাজশাহী জেলা শাখার আয়োজনে উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপি 'রাজশাহী বিভাগীয় সম্মেলন ও পণ্য প্রদর্শনী- ২০২২' শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন রাজশাহী বিভাগের আহ্বায়ক লায়লা নাসরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তাহমিনা রহমান শিশির, বিসিক জেলা কার্যালয় উপ-মহাব্যবস্হাপক জাফর বায়েজীদ, বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন রাজশাহী জেলার সভাপতি শারমিন আক্তার জুঁই।
উল্লেখ্য, ২২-২৫ ডিসেম্বর চার দিনব্যাপি 'রাজশাহী বিভাগীয় সম্মেলন ও পণ্য প্রদর্শনী ২০২২' অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ