সাভারের আশুলিয়ায় গাড়ি চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাটের ধনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে পুলিশ জানায়, অজ্ঞাত ওই মোটরসাইকেল আরোহীকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ একটি হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
অপরদিকে গতকাল সাভারে সিএনবি আশুলিয়া সড়কের কলমার ঢাল এলাকায় লেগুনা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ব্যক্তি আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।
বিডি প্রতিদিন/এমআই