কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে শহরের কাটপট্টি বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।
এসময় পুলিশের সামনেই নানা ধরনের স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা। একপর্যায়ে কার্যালয়ের সামনেই অবস্থান করে নেতাকর্মীরা। গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলি ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনসহ বিএনপি, যুবদল, কৃষক দল, মহিলাদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই