কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়েছে। তার মধ্যে ১৫৫ জন ফেল থেকে পাশ করেন আর ১৬৪ জনের গ্রেড পরিবর্তন হয়। শনিবার (২৪ ডিসেম্বর) কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ১২,০৩৮ জন শিক্ষার্থী ১৮ বিষয়ে ২৩,১০৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৩৫৬ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৩৭ জন জিপিএ-৫ পান।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: জামাল নাছের বলেন, যাচাইবাচাই শেষে ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২৬ ডিসেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ