নারীদের স্বাবলম্বী করে তুলতে উপজেলা পর্যায়ে মোটর ড্রাইভিং, ফ্যাশন ডিজাইন, কম্পিউটার প্রোগ্রাম থেকে ব্লক বাটিকসহ উপার্জনশীল সব প্রশিক্ষণ কার্যক্রম আরও সুষ্ঠুভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত ‘সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি’র ৩১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিন। কমিটির সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, মো. মুজিবুল হক এবং ফখরুল ইমাম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে জানানো হয়, উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য টেইলারিং, ব্লক বাটিক, ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, শতরঞ্জি ও হস্তশিল্প, সেলসম্যানশীপ ও ফ্রন্টডেস্ক ম্যানেজমেন্ট, কম্পিউটার এপ্লিকেশন প্রোগ্রাম, কম্পিউটার সার্ভিসিং এন্ড রিপেয়ারিং, মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং, মোটর ড্রাইভিং, ক্রিস্টাল শোপিস ও ডেকোরেটেড মোমবাতি তৈরী, মাশরুম চাষ, ভার্মি কম্পোস্ট ও মৌ চাষ ইত্যাদি প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়। বৈঠকে সরকারের ‘বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর প্রতিবেদন মোতাবেক ২০২১-২০২২ অর্থ-বছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম প্রায় শতভাগ অর্জন করায় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের মধ্যে শিশু দিবা যত্ন কেন্দ্র, কর্মজীবি মহিলা হোস্টেল নির্মাণ, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন, বাংলাদেশে নারী নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থার উন্নয়ন, গ্রামীন শিশুদের সৃজনশীলতা বিকাশ এবং জয়িতা টাওয়ার নির্মাণ, জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পসমূহের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর অতিরিক্ত সচিব, শিশু একাডেমির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল