রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ত্রুটির কারণে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
মঙ্গলবার সকাল ৯টায় নগরীর ২১নং ওয়ার্ডের আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান মোস্তফা। কিন্তু ভোটকক্ষে ঢুকে বিড়ম্বনায় পড়েন তিনি।
ভোটকক্ষে দশ মিনিট অবস্থানের পর বাইরে এসে অসন্তোষ প্রকাশ করেন জাতীয় পার্টির এই মেয়রপ্রার্থী।
মোস্তফা বলেন, আমরা আগেই আশঙ্কা করছিলাম এই ইভিএম নিয়ে। অবশেষে সেটাই সত্য হলো। ভোট দিতে গিয়ে ইভিএম বিকল হয়ে পড়ে। এ কারণে ভোট দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা টেকনিসিয়ান ডেকে মেরামতের কথা জানিয়েছেন।
ভোট কেন্দ্রে কিছু অব্যবস্থাপনার কারণে ক্ষোভ প্রকাশ করেন মোস্তফা। তিনি বলেন, “আমি একজন প্রার্থী হয়েও ভোট দিতে পারলাম না, যা খুবই দুঃখজনক।”
উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল সাড়ে চারটা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হচ্ছে এই ভোট।
বিডি প্রতিদিন/কালাম