রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (৪৭) নামে এক ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
জয়নাল আবেদীনের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার চরবয়রা গ্রামে। কাজলা বউবাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। ভ্যানে করে ফল বিক্রি করতেন তিনি। রাতে কাজ শেষ করে ভ্যান নিয়ে বাসায় ফেরার সময় যাত্রাবাড়ী থানার পেছনে ডেমরা রোডে দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।
যাত্রাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সালমান রহমান জানান, রাতে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডের ফলের আড়তের সামনে ভ্যান চালিয়ে যাওয়ার সময় কোনো একটি যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আশেপাশের কেউ ওই যানবাহন সম্পর্কে কিছু জানাতে পারেনি। তবে আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। আর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন