শীতের সকাল কুয়াশার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে কেন্দ্রগুলোতে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সোটাপীর মাঝার, ইসলামপুর হনুমানতলা ও রাধাবল্লভ স্কুল কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
বেলা বাড়ার পর রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা রানী নামে এক বৃদ্ধা ভোট দিতে এসেছেন। ভোট দেয়া শেষে তিনি তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, যন্ত্রের মাধ্যমে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।
তবে ইভিএমে ধীরগতির কারণে ভোট গ্রহণে দেরি হচ্ছে বলে অভিযোগ করেন উপস্থিত ভোটাররা। এদিকে কোনো কোনো ভোটারের আঙুলের ছাপ মিলছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ধীরগতির বিষয়টা হচ্ছে, এখানে একজন ভোটার কিন্তু তিনটা ব্যালটে ভোট দেন। তারা ভোট দেওয়ার আগে চিন্তা করতে সময় নেন। এছাড়া অনেকেই এবারই প্রথমবার ইভিএমে ভোট দিচ্ছেন। এসব কারণে কিছুটা সময় লাগতে পারে।
ইভিএমে কোনো কোনো ভোটারের আঙুলের ছাপ মিলছে না-এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রার্থীরা ভোটারের নাম ও স্লিপ দিয়েছেন। যথাযথভাবে আইডেন্টিফাই করা হয়েছে। অনেক সময় রেখার কারণে আঙুলের ছাপ মিলতে সমস্যা হতে পারে। তবে যাদের ফিঙ্গার মিলছে না, শেষ পর্যন্ত তারা ভোট দিতে পারবেন বলে আশাবাদী এই রিটার্নিং কর্মকর্তা।
ইভিএম ডিভাইস ঠিকঠাক কাজ করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বড় কোনো সমস্যা নেই। ছোটখাটো সমস্যা হলে আমাদের মোবাইল টিম তা সমাধান করে দেন।
বিডি প্রতিদিন/এমআই