রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় বাসের ধাক্কায় সজল সেলিম (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।
সজল সেলিমকে হাসপাতালে নিয়ে যাওয়া এক বাসযাত্রী জানান, তিনি আল আরাফাহ পরিবহনের একটি বাসে করে সায়দাবাদ থেকে চাঁদপুর যাচ্ছিলেন। হানিফ ফ্লাইওভারের কাজলা ঢাল দিয়ে বাসটি নামার সময় সামনে থাকা ওই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের যাত্রী ছিটকে পাশে পড়ে গেলেও বাসের চাকায় স্পৃষ্ট হন চালক সজল। তখন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল