বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ চূড়ান্তভাবে রাস্তায় নেমে এই সরকারের বিদায়ের ব্যবস্থা করবে।
বুধবার (২৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণ আন্দোলনের মাধ্যমে এ দেশের জনগণই ৬৯-এ তৎকালীন আইয়ুব খানকে বিদায় করেছে। ৯০-তে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার এরশাদকে বিদায় করেছে ছাত্র-জনতা। দেশের জনগণ এখন রাস্তায় নেমেছে। তারাই এ সরকারের বিদায়ের ব্যবস্থা করবে।
বিডি প্রতিদিন/হিমেল