নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে (২৫) হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে রাজধানী ঢাকার শ্যামপুর এলাকায় থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের নাম হৃদয় প্রধান (৩০)। বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
সিদ্ধিরগঞ্জপুলস্থ পাইনাদী জামে মসজিদ ও কবরস্থানের পিছনে মমিন মিয়ার ভাড়াটিয়া বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট বাসায় ২১ ডিসেম্বর এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত হৃদয় প্রধান চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কৃষ্ণপুর এলাকার মৃত ওয়াহেদ প্রধানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ধর্ষণের সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
র্যাব জানায়, আসামি হৃদয় প্রধান ও ধর্ষণের শিকার গৃহবধূ সিদ্ধিরগঞ্জের পাইনাদি কেন্দ্রিয় জামে মসজিদের পিছনে মমিন মিয়ার ভাড়াটিয়া বাড়ির ২য় তলার ভাড়াটিয়া। ওই গৃহবধূ ও আসামি হৃদয় প্রধান ২য় তলার ফ্ল্যাটে সাবলেট হিসেবে স্ব-পরিবার নিয়ে বসবাস করে। গত ২১ ডিসেম্বর অভিযুক্ত হৃদয় প্রধানের স্ত্রী আদমজী ইপিজেডে কাজে চলে যায় এবং গৃহবধূর স্বামীও চাকরির জন্য মোহাম্মদপুর এলাকায় চলে যায়। এ সুযোগে হৃদয় ওই গৃহবধূকে বাসায় একা পেয়ে হাত-পা বেঁধে জোরপূর্বক গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে হৃদয় গৃহবধূকে বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় গৃহবধূ নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব-১১’র একটি চৌকস গোয়েন্দা দল ধর্ষণ মামলার একমাত্র আসামি হৃদয় প্রধানকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ