ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা অবৈধভাবে গড়ে উঠা প্রায় সহস্রাধিক দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উভয় পাশের অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়। মোগরাপাড়া চৌরাস্তা এলাকার যানজট নিরসনে এ উচ্ছদ অভিযান পরিচালনা করে সোনারগাঁ উপজেলা প্রশাসন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কয়েকটি চক্র সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট নির্মাণ করে ভাড়া আদায় করে থাকে। বার বার উচ্ছেদ অভিযান পরিচালনা করেও কোনভাবেই তাদের স্থায়ীভাবে উচ্ছেদ করা সম্ভব হয়নি। এ দোকানপাট নির্মাণের ফলে ওই এলাকায় যানজট লেগেই থাকে। ফলে ওই এলাকায় চলাচলরত পথচারীরা দূর্ভোগে পড়ে। এছাড়াও সড়ক জনপদের জায়গায় একটি ফুটওভার ব্রীজ ও ইউলুপ নির্মাণ হবে ।
এ বিষয়ে সড়ক জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো না। সোনারগাঁ ইউএনও রেজওয়ান উল ইসলাম বিস্তারিত বলতে পারবেন। তিনি দুদিন আগে ফোন করে উচ্ছেদের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং জনবল চেয়েছেন। আমরা তা দিয়েছি।
বিডি প্রতিদিন/এএ