আমরা দেশ ও মুক্তির চেতনায় উদ্বুদ্ধ এই স্লোগানকে ধারন করে গাজীপুরের টঙ্গী আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা মিলনমেলা পরিষদের উদ্যোগে তিন দিন ব্যাপী মুক্তিযোদ্ধা মিলনমেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা জিন্নাত সুলতানা আাঁখির সভাপতিত্বে ও আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক মিঞার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম সামসুন্নাহার ভূইয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা মিলনমেলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: নাজিম উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী,সামছুল আলম চৌধুরা,রঞ্জিত কুমার কর্মকার। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ