সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিলে আজ রাজধানীতে ব্যাপক শোডাউন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
আজ শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির পার্টি অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি মগবাজার হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
গণমিছিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এড.এসএম মোরশেদ, স্যাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন মানিক, , আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাসেম, আইনজীবী নূরে আলম, যুববিষয়ক সম্পাদক আমান সোবহান, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক জসিম, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, ঢাকা মহানগর পূর্ব এলডিপির সভাপতি সোলায়মান, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক শ্রমিকদলের সভাপতি মামুন প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ