রাজধানীর মৌচাক ও মালিবাগ এলাকায় পুলিশের কাজে বাধা, হামলা ও বিস্ফোরণের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে ডিএমপির তিন থানায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে রামপুরা থানায় একটি, খিলগাঁও থানায় দু’টি ও শাহজাহানপুর থানায় একটি মামলা হয়েছে। চার মামলাতেই বাদী হয়েছে পুলিশ।
আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান। তিনি বলেন, গত শুক্রবার জামায়াতে ইসলামী অনুমতি না নিয়েই গণমিছিল শুরু করে। মিছিল থেকে জনশৃঙ্খলা ও নিরাপত্তা কাজে নিয়োজিত থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা করা হয়। অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মামলার বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানায় দু’টি মামলা হয়েছে জানিয়ে ওই থানার ওসি মো. ফারুকুল আলম বলেন, এই মামলায় দু’জন গ্রেফতার হয়েছেন। দুই মামলার বাদী এসআই রেজাউল ইসলাম। দুই মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেককে আসামি করা হয়েছে। এদিকে, রামপুরা থানার ডিউটি অফিসার এসআই রহমান জানান, একটি মামলা হয়েছে। মামলা নম্বর ৩৫। বাদী এসআই মারুফ হোসেন। মামলার আসামি হাতেনাতে গ্রেফতার চারজনসহ অজ্ঞাত আরো অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক