কেক কেটে নতুন বছর-২০২৩ উদযাপন করল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব বাংলাদেশ। একই সঙ্গে ২০২৩ সালের ক্লাব প্রেসিডেন্টদের দায়িত্ব হস্তান্তর করা হয়।
আজ রবিবার রাজধানীর পল্টনস্থ ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে নতুন বছর উদযাপন ও দায়িত্ব হস্তান্তর শীর্ষক এক অনুষ্ঠানে সংগঠনের জাতীয় প্রেসিডেন্ট রুহুন মইন চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট আবদুল মতিন সিকদার অন্য নেতাদের সঙ্গে নিয়ে কেক কাটেন।
এসময় নতুন বছর যেন সবার জন্য শুভ হয় এবং দেশ ও জাতির জন্য কল্যাণকর হয় এ কামনা করেন এপেক্সিয়ানরা। এপেক্স ক্লাব তিনটি মোটোকে সামনে রেখে সারাবিশ্বে কল্যাণমুখী স্বেচ্ছাসেবী কাজ করে। মোটোগুলো হলো- সার্ভিস, সিটিজেনশি, ফেলোশিপ।
উল্লেখ্য, এপেক্স ক্লাব অব ঢাকা গ্রীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির।