রাজধানীর কদমতলীর একটি বাসায় ঘরে দরজা ভেঙে কাউসার আহমেদ অপু (২৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রবিবার (১ জানুয়ারি) রাত ৯ টার দিকে এই ঘটনাটি ঘটে। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কাউসার অভিমান ও ক্ষোভে গলায় চাদর পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের।
কাউসারে বাবা জমির হোসেন জানান, দনিয়ার একটি বাসার দ্বিতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন কাউসার। এলাকায় রিকশার গ্যারেজ রয়েছে তার। স্ত্রী মনিষা আক্তারের সঙ্গে পারিবারিক কলহের কারণে রাতে ঝগড়া হয় তার। এর এক পর্যায়ে তিনি রুমের দরজা বন্ধ করে দেন। তখন তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, গলায় চাদর পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছে কাউসার। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ