রাজধানীতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কাউসার আহমেদ অপু (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার রাত ৯টার দিকে কদমতলী থানাধীন একটি বাসায় ঘটনাটি ঘটে।
কাউসারের বাবা জমির হোসেন গণমাধ্যমে বলেন, দাম্পত্য কলহের জেরে স্ত্রী মনীষা বেগমের সঙ্গে ঝগড়া করে সে ঘরের দরজা বন্ধ করে দেয়। বেশ কিছুক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে বাসার লোকজন ঘরের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া গণমাধ্যমে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ