বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দশম বারের মতো আওয়ামী লীগের সভানেত্রী, সাধারণ সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের ৩য় বার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির আয়োজন তেজগাঁওয়ে এক বিশাল সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতিক, যুব মহিলা লীগ নেত্রী মুক্তিযোদ্ধার সন্তান তানিয়া হক শোভা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন এর সেক্রেটারি সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন ও এডভোকেট মোঃ সাইফুল বাহার মজুমদার প্রমুখ।
সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা সংসদ এর পতাকা, ব্যান্ড পার্টি নিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে মুক্তিযোদ্ধারা অবিলম্বে মুক্তিযোদ্ধা সংসদ এর নির্বাচন এর দাবি করেছেন। মুক্তিযোদ্ধারা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারা বলেন, শেখ হাসিনার সাথে ছিলাম আছি থাকবো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন