ডিবি পুলিশ পরিচয়ে মানুষকে গাড়িতে তুলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার পাঁচ সদস্যের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন পিযুষ সুর (২৭), মো. হারুন (৩৮), জোবায়ের হোসেন পারভেজ, আরিফ হোসেন (২৯) ও খোকন চন্দ্র দেবনাথ (৪২)।
আজ সোমবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর মতিঝিল থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক স্বপন মিয়া।
শুনানি শেষে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।
বিষয়টি জানিয়েছেন আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম।
এর আগে রবিবার মধ্য রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ