বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশের মধ্য দিয়ে বরিশালে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১২ টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ।
মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সহসভাপতি আফজালুল করিম ও সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত ও সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক।
সমাবেশে ছাত্রলীগকে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা।
সমাবেশ শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির উদ্বোধন করেন মেয়রসহ অতিথিরা। পরে সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে সদর রোড থেকে বের হওয়া ছাত্রলীগের এক বিশাল বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে গত মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে নেতৃবৃন্দকে নিয়ে সিটি মেয়র কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করেন।
বিডি প্রতিদিন/হিমেল