রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব, আদর্শ উচ্চ বিদ্যালয় ও আই ওয়ন ক্লাস ডটকমের সমন্বয়ে ডিজিটাল শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ এক সভার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ ও অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্থিতিশীল প্রগতি ও সমৃদ্ধির লক্ষে টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় থেকে দেশব্যাপী বিদ্যালয়সমূহে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। এই ল্যাব স্থাপনের উদ্দেশ্য হচ্ছে- আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার শিক্ষার ব্যাপক প্রসার, ডিজিটাল শিক্ষার উন্নয়ন, কর্মক্ষেত্রের সম্প্রসারণ, দক্ষতা বৃদ্ধি এবং ভাষা ব্যবহারে চৌকশ হিসেবে গড়ে তোলা।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে আই ওয়ান ক্লাস ডটকম। সভাপতির ভাষণে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা এ এস এম আব্দুল মতিন বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত পাঠ নির্দেশিকা বাস্তবায়ন, নেটিভ ইংলিশ, সাইবার সিকিউরিটি, রোবটিক্স, স্টেম ইত্যাদি শিক্ষাদানে ছাত্র-ছাত্রীদের প্রযুক্তি-দক্ষতা বৃদ্ধি করে আমরা স্মার্ট বাংলাদেশ গড়বার ক্ষেত্রে এগিয়ে যাবো।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলহাজ্ব মো. শাহ্ আলম, আলহাজ্ব মো. মইজ উদ্দীন এবং প্রধান শিক্ষক নুরে আলম।
বিডি প্রতিদিন/আরাফাত