রাজধানীর মুগদার কাজিরবাগ ঋষিপাড়া এলাকায় অপরাজিতা দাস (১৫) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) নগেন্দ্র কুমার দাস। তিনি বলেন, বিকেলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে চারতলার বাসায় তাকে ঝুলন্ত অবস্থায় পাই। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক পাঠানো হয়।
তিনি আরও বলেন, ওই স্কুলছাত্রী সিটি কর্পোরেশন এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে তার মৃত্যুর কোনো কারণ পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/এএ