বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মো. এনামুল হক সোহেল গত ২৮ ডিসেম্বর রংপুর কর অঞ্চলের সেরা ও দীর্ঘ মেয়াদী করদাতার সম্মাননা পদক প্রাপ্ত হন। এ উপলক্ষে শনিবার (০৭ জানুয়ারি) রাতে নগরীর দেওয়ান বাড়ি রোডস্থ বাজুস রংপুর জেলা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠানে বাজুস রংপুর জেলা শাখার সভাপতি ও মর্ডান জুয়েলার্সের প্রোপাইটর মো. এনামুল হক সোহেলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা স্মারক প্রদান করেন বাজুস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রাজু। এসময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আবু জাফর লিটন, সহ-সভাপতি আলমগীর হোসেন বাদশা, আলহাজ্ব আব্দুল হালিম বুলু, সাঈদ আলী, সহ-সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবি, মো. আরেফুল হক লাইজু, কোষাধক্ষ্য শাহীন, কার্য নির্বাহী সদস্য নুর ইসলাম বাবু, শাহীন উদ্দিন বকসী, আবু হান্নান, রবিউল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ