৫৬তম বিশ্ব ইজতেমার চলছে শেষ প্রস্তুতি। রাজধানীর সন্নিকটে কহর দরিয়াখ্যাত টঙ্গী তুরাগ নদের তীরে আগামী ১৩ জানুয়ারি শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৫৬তম বিশ্ব ইজতেমা। আগত মুসল্লিদের জন্য প্রস্তুত হচ্ছে ১৬০ একর বিস্তৃত ইজতেমা ময়দান। ময়দানের কিছু কাজ বাকি থাকলে তা আজ-কালের মধ্যে শেষ হবে যাবে। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়ে ১৫ জানুয়ারী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে।
এরপর ৪ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ২০ জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। চিল্লাধারী মুসল্লিরা ময়দানের আশপাশ এলাকায় অবস্থান নিয়ে দাওয়াতি মেহনতে রয়েছেন। ইজতেমা শুরুর পূর্বেই তারা ময়দানে প্রবেশ করবেন। প্রথম ধাপের তিনদিন মাওলানা যোবায়ের সমর্থিতদের নেতৃত্বে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপ মাওলানা সা’দ অনুসারীদের নেতৃত্ব অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর বিদেশী মেহমানরা ময়দান ত্যাগ করে বিমানবন্দর হাজী ক্যাম্পে অবস্থান নিবেন এবং ১৭ জানুয়ারি সকাল ১১টার মধ্যে মাঠ বুঝিয়ে দিবেন সা’দ অনুসারীদের কাছে।
বিডি প্রতিদিন/হিমেল