দুই দফা দাবির সমর্থনে এবি পার্টির প্রতিবাদী পদযাত্রায় আবারও বাধা দিয়েছে পুলিশ। পুলিশী বাধার আগে অনুষ্ঠিত সমাবেশে এবি পার্টির নেতৃবৃন্দ বলেছেন, অবৈধ সরকার জোর করে যত বছরই ক্ষমতায় থাকুক না কেন, তার মসনদ সবসময় নড়বড়ে থাকে। কারও কোন ধাক্কায় কাজ না হলেও সে একসময় নিজ থেকেই হুড়মুড় করে ভেঙে পড়বে।
আজ সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বনির্ধারিত প্রতিবাদী পদযাত্রার প্রাক্কালে আয়োজিত সমাবেশে একথা বলেন এবি পার্টির নেতৃবৃন্দ।
“অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও রাষ্ট্র মেরামতের রুপরেখা প্রণয়নে সকলের ঐক্যমত প্রতিষ্ঠা”র দুই দফা দাবিতে পদযাত্রার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে তোপখানা রোড অভিমূখে যাত্রা শুরু করলে ডিএমপি’র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পদযাত্রাটি আটকে দেয় এবং ব্যানার গুটিয়ে নিতে বলে। এসময় এবি পার্টি নেতৃবৃন্দ প্রতিবাদ জানান। পরে পুলিশ পদযাত্রাটি তোপখানা সড়ক থেকে সেগুনবাগিচার দিকে ঘুরিয়ে দেয়। এবি পার্টির বিক্ষুব্ধ কর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল নিয়ে সেগুন বাগিচা সড়ক ঘুরে জাতীয় রাজস্ব ভবন, রমনা থানা ও কাকরাইল হয়ে বিজয়নগরস্থ দলীয় কার্যালয়ে এসে থামে।
দলের যুগ্ম-আহবায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এর সভাপতিত্বে অনুষ্ঠিত পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. মিনার বলেন, আমরা বিভিন্ন সময়ে অনুষ্ঠিত নির্বাচন থেকে দেখতে পেয়েছি যে, কোন দলীয় সরকার সুষ্ঠ নির্বাচন আয়োজনের তাগাদা অনুভব করেন না। কিন্তু বিরোধীদলে থাকা অবস্থায় তারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন বিকল্প খুঁজে পান না- এটা এক ধরনের প্রহসন। এই প্রহসন থেকে জাতীয় রাজনীতিকে উদ্ধার করতে হবে।
পদযাত্রাপূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেইন, দলের সহকারী সদস্য সচিব আনোয়ার ফারুক ও এম ইলিয়াছ আলী, যুব পার্টির সদস্য সচিব শাহাদাত উল্লাহ টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাছির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, মহানগর উত্তরের সেলিম খান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন