ঢাকার সাভার এবং আশুলিয়ায় মাদক বিরোধী পৃথক অভিযানে তিন কেজি গাঁজা ও ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার দিবাগত রাতে ঢাকা জেলার সাভার এবং আশুলিয়া থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. বাবলু রাজধানীর শাহআলী থানাধীন দক্ষিন বিসিল এলাকায়, মো. ফজল শেখের গ্রামের বাড়ি যশোর জেলায়, মোসা. রাহাতন স্থানীয় মো. মন্তাজ মিয়ার স্ত্রীর এবং আ. সালাম চাপাইনবয়াবগঞ্জ জেলার সদর উপজেলার কলাপট্টি রেলবাগান এলাকার।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন