রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ২০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে নগরীর রিভার ভিউ কালেক্টরেট স্কুল মাঠ চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ।
বিডি প্রতিদিন/এমআই