রাজধানী কাওলা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে কাওলা রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম।
তিনি জানান, মৃত ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/হিমেল