ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে আজ সন্ধ্যা ছয়টায় রাজধানীর মিন্টো রোডের কমিশনারের কার্যালয়ে সাক্ষাৎ করবেন বিএনপির নেতারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যা ৬ টায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন নেতাদের একটি প্রতিনিধি দল। এতে থাকবেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
আগামীকাল বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচির বিষয়টি জানাতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে যাবেন তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন